
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন শোহানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এহিয়া আকন্দ হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক প্রমুখ।
এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আর কায়েস। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।











