সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা জনগণের রাজনীতি করতে চাই: সাবেক ছাত্রদল নেতা শিপন

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদেরকে দেখতে এসে কারা নির্যাতিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. আহসান উদ্দিন খান শিপন বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ সরকার ছিল। দেশে গণতন্ত্র ছিল না। বিএনপিসহ রাজনীতি দলকে কোনটাসা করে রেখেছিল। আমাদের সন্তানেরা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। হাজার হাজার আন্দোলনকারীকে হত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তাদের আত্মহুতির কারণে ফ্যাসিবাদ সরকার বিদায় নিয়েছে। আমরা তাদের পাশে ছিলাম। তাই আজ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। ব্রাহ্মণবাড়িয়া মুগ্ধসহ ৬ জন শহীদ হয়েছেন। এখানে আছেন অনেকে গুলিতে আহত হয়েছেন।

সাবেক ছাত্রদল নেতা শিপন বলেন, আজ আমাদের বড় পাওয়া মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারছি। আমরা রাজনীতি করি। রাজনীতি যারা করে তারা প্রথমে দেশকে ভালোবাসেন। দেশের বিরুদ্ধে অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। এতে জেল জরিমানা স্বাভাবিক বিষয়। আমি যখন জেলে ছিলাম, সরাইল-আশুগঞ্জ থেকে অনেক নেতাকর্মী জেলে দেখতে গেছে। জেলে কষ্ট হয়েছে। তবে দেশের জন্য সবকিছু ম্লান হয়ে যায়। আসুন দেশকে বাঁচাই। আমরা দেশটাকে আবার গড়ি।

সাবেক ছাত্রদল নেতা শিপন বলেন, নতুন সরকারের কাছে আমার আহ্বান। এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে এদের জন্য নতুন রাজনীতি উপহার দিয়ে যান। আমরা জনগণের রাজনীতি করতে চাই। কারো মোবাইল চেক হবে না। মুক্ত বাতাসে আমরা রাজনীতি করবো। কেউ পালিয়ে বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতির নেতারাসহ ৩০ থেকে ৩৫ হাজার মা-বোন বিধবা হয়েছেন। এমন রাজনীতি আমরা চাই না। বিগত বাংলাদেশটা ছিল একটি পদ্মভূমির দেশ। এই জায়গা থেকে দেশটাকে ফিরিয়ে এনেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা। তারা দেশের জন্য যে ভূমিকা রেখেছে এ ভূমিকার জন্য। বাংলাদেশের মানুষ তাদেরকে সারা জীবন স্মরণ করবে। তাদের প্রতি রইল আমার বিপ্লবী সালাম। তাদের চেতনাকে স্মরণ করে নতুন বাংলাদেশ গড়তে হবে।

এ সময় সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *