শুক্রবার, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিজিবির অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মো. নুরুল মিয়া নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর বিওপি ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তেত্রা ঢোলডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, মৃত মহির উদ্দিনের পুত্র নুরুল মিয়ার বাড়িতে কিছু মাদক কারবারি মাদক বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শনিবার সকাল ৯টায় জব্দকৃত ফেন্সিডিলসহ আটক ব্যক্তিকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জাহিদ সরকারের নিকট হস্তান্তর করা হয়। বোচাগঞ্জ থানা পুলিশ নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃত নুরুল মিয়াকে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে।

এ ঘটনার মাধ্যমে মাদকবিরোধী অভিযানের অগ্রগতি এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির প্রচেষ্টার প্রশংসা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ