বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাপ্তাই হৃদের জেগে ওঠা চরে সবুজ ফসলের চাষ

Oplus_131072

মো. সালাহউদ্দীন, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদের জেগে ওঠা চরে চাষ হচ্ছে মৌসুমি ফসলের। ইতিমধ্যে চরে চাষকৃত শাকসবজি বিক্রয় করে অনেক কৃষক লাভবান হচ্ছে। প্রতি বছর কাপ্তাই হ্রদের পাশে বসবাসকারী কৃষকরা অপেক্ষা করতে থাকে কখন হ্রদের পানি কমা শুরু করবে।

বিশেষ করে শীত মৌসুমে পানি হ্রাস পাওয়ার সাথে সাথে কৃষকরা হ্রদের জেগে ওঠা চরে শুরু করে শীত মৌসুমের হরেক রকম শাকসবজি ও মৌসুমি ফলের চাষ। সেখানে তারা বছরের এই মৌসুমে চরের মাটির ওপর নির্ভরশীল বিভিন্ন ফসলের চাষ করে থাকে। তাছাড়া হ্রদের চরের মাটি চাষের উপযোগী হওয়াতে কৃষকরা বেশ লাভবান হয়ে থাকে।

সম্প্রতি কাপ্তাই হ্রদ সংলগ্ন বিলাইছড়ি, শুক্কুর ছড়ি, আলিখ্রিয়াং, কেংড়াছড়ি ও কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা মিলে কাপ্তাই হ্রদের জেগে ওঠা চরে কৃষকরা বিভিন্ন শাকসবজি ও মৌসুমি ফল চাষে ব্যস্ত সময় পার করছে। হ্রদের যেই অংশে পানি কমছে সেখানে কৃষকরা লাউ, কুমড়া, বরবটি, লালশাক, পালংশাক, ঢেড়শ, শিম, মরিচ টমেটোর চাষ করছে। আবার অনেক কৃষক তরমুজ, ও বিভিন্ন জাতের ধান চাষ করছে।

বিলাইছড়ি কৃষক মংলাকং মারমা, রাইখঅং মারমা এবং কাপ্তাইয়ের কৃষক শাহাবুদ্দীন নয়ন ও শফি জানান, আমরা প্রতি বছর অপেক্ষা করি কখন হ্রদের পানি কমা শুরু করবে। পানি হ্রাস পাওয়ার সাথে শুরু হয় আমাদের বিভিন্ন মৌসুমি ফলের চাষ। প্রতিবছর এই মৌসুমে হ্রদের চরে চাষকৃত ফসল বিক্রি করে বেশ লাভবান হয়ে থাকি।

কৃষক শাহাবুদ্দিন শফি আরো জানান, লালশাক, কুমড়া শাক, শিম বিক্রয় ইতিমধ্যে লাভবান হয়েছি। সামনে পানি আরো হ্রাস পেলে আমরা শুকিয়ে যাওয়া ভাসমান হ্রদে আরো বেশি ফসল উৎপাদন করতে পারবো। কেংড়াছড়ির কৃষক ইদিস ও ফজলু জানান, এবার ধারণা করা হচ্ছে আগের বছরের তুলনায় আরো ভালো ফসল পাওয়া যাবে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদ জানান, কাপ্তাই হ্রদে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চর। সেখানে স্থানীয়রা বিভিন্ন ফসলের চাষ করে লাভবান হয়। আমরা কৃষিবিভাগ থেকেও তাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করে থাকি। যার ফলে কৃষকরা এসব জমিতে চাষ করে লাভবান হয়ে থাকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ