বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাণীনগরে ভূমি মেলা উদ্বোধন

‎‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এই মেলার উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

‎এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়। এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম,জামায়াত নেতা মোস্তফা ইবনে আব্বাস ও রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।

‎আয়োজকরা জানান, রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এই তিন দিনব্যাপী ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে মেলার সমাপ্তি হবে। এই মেলা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবাপ্রত্যাশীদের ওই স্টলগুলো থেকে ভূমি সক্রান্ত যেকোনো ধরনের সেবা প্রদান করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ