মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দাঁতের যত্নে বছরে দুই বার চিকিৎসকের পরামর্শ নিন: ডা. রনি দেবনাথ

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: দাঁত মানুষের জীবনে এক অমূল্য উপহার। মুখের সৌন্দর্য বাড়ানো থেকে শুরু করে খাবার গ্রহণ পর্যন্ত সবকিছুতেই দাঁতের গুরুত্ব অপরিসীম। অথচ দেশের অধিকাংশ মানুষ দাঁতের যত্নে যথেষ্ট উদাসীন।

বিশেষ করে নেত্রকোনার মতো হাওরাঞ্চলে দাঁতের সমস্যায় ভোগা সাধারণ মানুষ চিকিৎসকের কাছে না গিয়ে হাতুড়ে ও কবিরাজদের দ্বারস্থ হন। এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়।

এ বিষয়ে কথা হয় নেত্রকোনা হাইটেক ডেন্টাল কেয়ারের ডেন্টাল সার্জন ডা. রনি দেবনাথের সঙ্গে।

তিনি বলেন, ‘মানুষের দাঁত এক অমূল্য সম্পদ। অথচ আমাদের দেশের মানুষ দাঁতের যত্ন নিতে চায় না। দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা উচিত। পাশাপাশি বছরে অন্তত দুইবার রেজিস্টার্ড ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’

তিনি বলেন, ‘দাঁতের চিকিৎসা দেরি করলে জটিলতা বাড়ে, খরচও অনেক বেশি হয়। আমি ব্যক্তিগতভাবে কিছু ডেন্টাল ক্যাম্প করেছি। কেউ উদ্যোগ নিলে আমি সব ধরনের সহায়তা করব।’

ডা. রনি জানান, তিনি হাইটেক ডেন্টাল কেয়ারে নিয়মিত চিকিৎসা দেন এবং গরিব রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

নেত্রকোনার সচেতন মহলের দাবি, জেলার বিভিন্ন এলাকায় দাঁতের যত্নে ক্যাম্পিং চালু করা হোক। একইসঙ্গে হাতুড়ে ডাক্তার ও মিথ্যা দাবিদার কবিরাজদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ