আমিনুল হক , শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তরুণী মল্লিকার সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় তুরস্কের যুবক মুস্তফা ফাইকের সাথে। মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কামরুজ্জামান মানিকের কন্যা।
মুস্তফা ফাইক তুরস্কের নাগরিক এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত।
তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের জের ধরে রোববার প্রেমের টানে মুস্তফা ফাইক ছুটে আসেন বাংলাদেশে। অবশেষে সোমবার বিয়ের মাধ্যমে পরিপূর্ণতা পায় সম্পর্কের। মুস্তাফা ফাইক তার স্ত্রী মল্লিকাকে তুরস্কে নিয়ে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করছেন বলে জানান।
মুস্তফা ফাইকের সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশে এসেছে প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।
এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে গড়ায় খুশিতে আত্মহারা। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।
মল্লিকার মা ও স্বজনরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করছেন।
অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে দলে দলে ভীড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা।