মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

থানচিতে রেলিং ছাড়া বিপদজ্জনক কালভার্ট, ঘটছে মৃত্যুর ঘটনাও

চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে উপজেলা সদর ইউনিয়নের বংয়ক হেডম্যান পাড়া যাওয়ার রাস্তায় ক্রেটকুংঅ: ঝিরিতে দুই যুগ ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে পুরোনো একটি কালভার্ট।

প্রায় ৯ বছর আগে এই কালভার্টের থেকে পড়ে গিয়ে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী মৃত্যুর ঘটে। আরেকজন পঙ্গু হয়ে বেঁচে আছে। কালভার্টটি যে ঝুঁকিপূর্ণ শুধু তা নয়। এটি এখন গ্রামবাসীদের কাছে এক মরণফাঁদ।

শুধু বয়স্ক মানুষ বা কৃষকরাই নয়, এই দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরাও। প্রতিদিন এই মরণফাঁদ পেরিয়ে তাদের স্কুলে যেতে হয়। কৃষকদের উৎপাদিত ফসল বাজারে আনা-নেওয়া করতেও চরম দুর্ভোগ শিকার হচ্ছে।

এছাড়াও গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীসহ প্রতিদিনের লোকজন বাজারে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই কালভার্টটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনে দুর্ঘটনা আশঙ্কার রয়েছে। এবং দ্রুত সংস্কার কিংবা নতুন করে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গ্রামবাসীরা বলেছেন, আমরা প্রতিদিন এই পথে আসি যাই। রাতে তো আরও ভয় লাগে। অন্ধকারে কখন যে পড়ে যাই, তার কোনো ঠিক নেই। প্রায় ৯ বছর আগে এই কালরভার্ট থেকে পড়ে এক ভারসাম্যহীন প্রতিবন্ধী মারা যায়। আরেকজন পঙ্গু হয়ে বেঁচে আছে। গবাদিপশু পড়ে যাওয়ার ঘটনাসহ ছোটখাটো দুর্ঘটনা তো প্রায়ই ঘটে। আমরা জানি না আবার কখন বড় কিছু হয়ে যাবে। প্রতিদিনই এই ঝুঁকির কালভার্টের উপর দিয়ে চলাচল করছেন শতাধিক মানুষ।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বংয়ক হেডম্যান পাড়া যাওয়ার রাস্তায় পুরোনো একটি কালভার্ট। দীর্ঘ দুই যুগ ধরে এই কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। রেলিংবিহীন ঝুঁকিপূর্ণ কালভার্টের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ তিন পাড়ার বাসিন্দারা চলাচল করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা। কারণ তাদের কাছে আর কোনো বিকল্প গ্রামীণ রাস্তা নেই।

এদিকে রেংচিং ম্রো:, রেংহাই ম্রো: ও কোম্পাও ম্রোসহ পাড়াবাসী অনেকেই বলেছেন, দুই যুগ ধরে ঝুঁকিপূর্ণভাবে পড়ে আছে একটি কালভার্ট। একজন ভারসাম্যহীন প্রতিবন্ধী মারা যাওয়ার ঘটনাসহ গবাদিপশু পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। বংয়ক হেডম্যান পাড়া, ওয়াক পাড়া ও চাক্কু পাড়ার বাসিন্দারা চলাচল করেছেন। কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি কেউ। অথচ এই কালভার্টের প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা।

এবিষয়ে জানতে চাইলে থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ জানান, ইউপি ফান্ডের অর্থ অভাব রয়েছে। নতুন করে নির্মাণ সম্ভব না। তারপরেও অগ্রধিকার ভিত্তিতে শিগগির ইউএনও’র সাথে আলাপ করে সংস্কার করার আশ্বাস দেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ