মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশ ও দলের জন্য প্রয়োজন প্রশিক্ষিত কর্মীবাহিনী : আসলাম চৌধুরী

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, টেকসই উন্নয়ন অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ রাখতে প্রয়োজন প্রশিক্ষিত কর্মীবাহিনী। যা রাজনৈতিক কর্মী যেমন দলের সম্পদ, তেমনি দেশেরও সম্পদ। রাজনীতি একটি বিজ্ঞান। শিক্ষা দীক্ষায়-জ্ঞানে সমৃদ্ধ না হলে এটা আত্মস্থ করা সম্ভব নয়।
তাই আজকের ছাত্রদেরকে আগামীর যোগ্য নাগরিক এবং নেতা হিসেবে গড়ে তুলতে হলে সকল নেতা-কর্মীর প্রশিক্ষণের বিকল্প নেই।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের  আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসলাম চৌধুরী এফসিএ।
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে স্লোগান উদ্দীপনা জোগালেও কেবল স্লোগান-নির্ভর রাজনীতি দেশ ও দলের জন্য সুমঙ্গল বয়ে আনে না। তাই কোনো ভাইয়ের বা নেতার রাজনীতি নয়, রাজনীতি করতে হবে দেশের মানুষের দুঃসময়-সুসময়ে পাশে থাকার সঙ্গী হিসেবে।
সকল ছাত্রদেরকে জানতে হবে দেশের অতীত এবং ভবিষ্যতে করণীয় কী হওয়া উচিত, সে সম্পর্কে। ভবিষ্যতের বাংলাদেশে মেধা, সততা,নিষ্ঠা এবং  সাহসিকতার মিশেল সমৃদ্ধ তরুণ নেতৃত্ব উঠে না আসলে, সে রাজনীতি অর্থবহ হবে না।’
বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালামত উল্ল্যাহ, সদস্যসচিব মো. ইদ্রিস মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী শাহেদ, চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইরফানুল হাছান রকি, সীতাকুণ্ড পৌর ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল, সেক্রেটারি মো. কামরুল ইসলাম বাবলুসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ