নবীনগর প্রতিনিধি: নবীনগর থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেছেন সাইফুদ্দিন আনোয়ার।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার গোয়েন্দা পুলিশের (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলার কৃতি সন্তান সাইফুদ্দিন আনোয়ার পুলিশ বাহিনীতে যোগ দিয়ে বিভিন্ন থানায় বেশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি কর্মজীবনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা ও বান্দরবান জেলার থানচি থানার অফিসার ইনচার্জ হিসাবেও কর্মরত ছিলেন দীর্ঘদিন।
নবাগত ওসির আগমনের পর ফুল দিয়ে বরন করে নেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, সদ্য বিদায়ী ওসি আমিনুর রশিদ,সেকেন্ড অফিসার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।