
সামিউল আলীম, বগুড়া : বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহড়ের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশে যোগদান করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু বাংলার ইতিহাসে বিএনপি কখনো পালায়নি। বার বার আমাদের নেতাকর্মীদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে দিনের পর দিন কারাগারে বন্দী করে রেখেছে তবুও বিএনপি বাংলার রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি।
এছাড়াও এদিন বিশেষ অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, যারা এ দেশের মাটি ও মানুষকে ভালোবাসে একমাত্র তারাই বিএনপির রাজনীতি করে। শেখ হাসিনা তার এতো গুণ্ডা বাহিনী দিয়েও বিএনপিকে দেশ থেকে কখনো বিচ্ছিন্ন করতে পারেনি।
স্বেচ্ছাসেবক দলের এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মোশারফ হোসেন, বিএনপির সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান লালু সহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। তারা নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে কবুতর, বেলুন উড়িয়ে এবং কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।
পরে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে আনন্দ র্যালি নিয়ে শহড়ের সাতমাথা প্রদক্ষিণ করে নবাব বাড়ি রোডে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করেন তারা।











