আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বিএনপির নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে উপজেলার পাইলট স্কুল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আজমল হোসেন ফারুক প্রমুখ।