সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরে জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিযুক্ত হলেন যারা

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর : স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহের চেয়ারম্যান ও পৌরসভাসমূহের মেয়রদের অপসারণ করায় ওইসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে ওই অপসারণ ও নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। আর শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নালিতাবাড়ী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নকলা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান ও শ্রীবরদী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সদর উপজেলা পরিষদে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নকলা উপজেলা পরিষদে নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা পরিষদে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা পরিষদে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

ওই অপসারণ ও প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, সারাদেশের একই আদেশ মোতাবেক শেরপুরেও দায়িত্ব গ্রহণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোতে পরবর্তী কার্যক্রম শুরু করবেন নবনিযুক্ত প্রশাসকরা।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩টি পৌরসভার মেয়র ও ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *