
কৌশিক চৌধুরী, হিলি : দিনাজপুরের হাকিমপুর উপজেলা বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে এলাকাবাসী ও বিএনপি ও সহযোগী সংগঠন।
সোমবার বিকাল ৪ টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। পরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে ইউনিয়নের সামনে অবস্থান নেন তারা।
এ সময় বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ, সাবেক চেয়ারম্যান মেফতাউল জান্নাতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের আমলে পাতানো সকল নির্বাচনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্রুত সময়ের মধ্যে অপসারণের দাবি জানান।











