সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হাটহাজারীতে মা-বাবার কবর জিয়ারত করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

মো. এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে গ্রামের বাড়িতে মা-বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সোমবার বেলা এগারটার দিকে তিনি পারিবারিক কবরস্থানে করব জিয়ারত ও মোনাজাত করেন।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মডেল থানার ওসি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে ফারুক-ই-আজম বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *