
এস আই খান, স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাব সরকারী হোসেন আলী কলেজের তিনটি গাছ চুরি করে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামে এ গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি বেলাব বাজারে গাছের ব্যবসা করেন।
কলেজ কর্তৃপক্ষ গাছ বিক্রির বিষয়টি অবগত না থাকায় বেলাব থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক বকুল মিয়া বলেন, গাছ কে বা কারা কর্তন করেছে তা কলেজের কর্তৃপক্ষ জানেন না। তাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
তবে সাংবাদিকদের অনুসন্ধানে বের হয়ে এসেছে যে, বেলাব বাজারের স্বর্ণ ব্যবসায়ী শরিফ বনিক গাছগুলো খলিলুর রহমানের কাছে বিক্রি করেছেন।
খলিলুর রহমান জানান, তিনি কলেজের গাছ কাটেন নাই। তিনি শরিফ বনিকের কাছ থেকে কিনেছেন। তাহলে কলেজের সীমানার সেই গাছ কিভাবে শরিফ বনিক বিক্রি করে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেন নাই।
তবে গাছ ব্যবসায়ী খলিলুর রহমান আরও জানান, তিনি বেলাব বাজারের ইমান আলী নামে এক ব্যক্তির মাধ্যমে ৬ হাজার টাকার বিনিময়ে জিডি তুলে ফেলার জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে রফাদফা করেছেন।
শরিফ বনিকের মোবাইলে অনেকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নাই।
বেলাব সরকারী হোসেন আলী কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম বলেন, কলেজের গাছ বিক্রির বিষয়ে বেলাব থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে গাছ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ গাছ কাটার বিষয়ে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে আসামি না করে একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা রুজু করা হবে।