
মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি: নিহত যুবক আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা মো. বাহার মোল্লার ছেলে মোঃ সৃজন মোল্লা (২৪) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। সৃজন মোল্লা পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় সৃজন মোল্লা ও ইমরান মোল্লা দুজন মিলে অটোরিকশার সার্ভিসিং কাজ করছিলেন। এক পর্যায়ে সৃজন মোল্লা অটোরিক্সার নিচে শুয়ে থেকে সার্ভিস কাজ করেতে থাকেন। তখন অটোরিকশাটির উপরে থাকা ইমরান মোল্লা তাকে বারবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে ইমরান মোল্লা তাকে স্পর্শ করে ডাকতে গেলে ইমরান মোল্লাসহ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে।
তৎক্ষণাৎ উপস্থিত কয়েকজন লোক মিলে তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মোল্লা কে মৃত ঘোষণা করেন, এবং তার সাথে থাকা ইমরান মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ইমরান মিয়ার অবস্থা এখন ভালো আছে।