রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজকের ভালো প্রজন্ম আগামীর শ্রেষ্ঠ সন্তান: ঝালকাঠি জেলা প্রশাসক

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি: শিক্ষার্থীরা আপনার সন্তানের মতো তাদেরকে আপনার সন্তানের মতোই শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষকরাই পারে একজন মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে।

ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

সভায় তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের উপস্থিতি তূলনামূলক কম। আপনাদের এইদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা কেনো বিদ্যালয়ে আসতে চাচ্ছে না তার কারণ নির্নয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে আপনাদের সার্বিক সহায়তা প্রদানে অগ্রাধিকার দেয়া হবে। এ সময়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন আপনারা সমাজের ভালো কাজ গুলোকে দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরেন। ঠিক তেমনই প্রতিটি অন্যায় অপরাধকে বাধা দিবেন তুলে ধরবেন দেশের মানুষের কাছে। ঝালকাঠি জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী, নলছিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে এম সবুজ।

এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সমাপ্তি রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন, কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষকবৃন্দ ও নলছিটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রশংসা করে বলেন। উপজেলার যেকোন কর্মকাণ্ডে নলছিটির সাংবাদিকরা সবসময় আমাদের সহযোগিতা করেছেন আশা রাখি ভবিষ্যতেও করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ