নিজস্ব প্রতিবেদক : আমরা সবাই জানি রোগ নিরাময়ের চাইতে প্রতিরোধই উত্তম। বর্তমানে মহামারী আকারে দেখা দেয়া ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের নিয়ে আমরা সবাই হিমশিম খাচ্ছি, অথচ আমাদের একটু সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আমরা যার যার অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে সবাইকে সচেতন করলেই এ মহামারীর মুখোমুখী হতে হতো না।
অক্টোবর সেবা মাস-২০২৩ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবাল’র ‘ডেঙ্গু ও চিকুনগুণিয়া রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কিত প্রচারপত্র বিতরণ কর্মসূচী’তে বক্তারা এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবাল’র প্রেসিডেন্ট ও ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন হাসান মুরাদ বিপ্লব-এর সভাপতিত্বে ও রিজিওন চেয়ারম্যান লায়ন সুব্রত ভৌমিকের সঞ্চালনায় আজ ৭ অক্টোবর সকাল ১১টায় ফিরিঙ্গীবাজারস্থ ওয়ার্ড অফিসে অনুষ্ঠেয় র্যালিপূর্ব সমাবেশে বক্তারা আরো বলেন, মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সামনে আরো বিভিন্ন রকমের ভয়াবহ মহামারি আসতে পারে। আমরা যদি এখনো সংযত না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ দুর্যোগের মুখে পড়তে পারে। অনুষ্ঠানে অন্যানের মধ্যে কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ হোসাইন এমজেএফ, জিএলটি লিডার লায়ন এস এম আশরাফুল আলম আরজু এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন রুপম কুমার দাশগুপ্ত, কনসার্ন রিজিওন চেয়ারপার্সন লায়ন আবদুল্লাহ আল হোসাইন, শৈবাল’র আইপিপি লায়ন মোহাম্মদ আসলাম, সেক্রেটারি অধ্যাপক লায়ন ওসমান গণি, লায়ন জসিম উদ্দিন তরফদার, লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ তারেক সর্দার, মোঃ সেলিম, হুমায়ুন মোর্শেদ শাকিল, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আমিন, ছাত্রলীগ নেতা অসিউর রহমান, শফিউল আলম জনি, অনিন্দ্য দেব, আমিনুল ইসলাম শাহেদ, মোঃ সোহেল হক, ভাস্কর নন্দী, সিফায়াত, ফাহিম, মিতাজ, নাবেদ আবদুল জুয়েল, মোঃ সালাউদ্দিন, সাকিব, অঞ্জন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এলাকার ৫টি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন সুজিত দাশ অপু। অক্টোবর সেবা মাস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবাল’র উদ্যোগে আগামী ১১ অক্টোবর ফিরিঙ্গীবাজারস্থ শিশুকল্যাণ কেন্দ্রে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ, ১৩ অক্টোবর আগ্রাবাদ জাম্বুরী মাঠে স্বাস্থ্যসেবা প্রদান, ১৪ অক্টোবর রাউজনস্থ আমেনা-বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ভোগ্য সামগ্রী বিতরণ এবং ২১ অক্টোবর ফিরিঙ্গীবাজারস্থ শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গনে স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচী রয়েছে।
এ সমস্ত কর্মসূচীকে সফল করার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং শৈবাল’র পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।