মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কসবা উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

আ’লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া

মো. ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে কথা বলতে পারিনি। মামলা হামলা দিয়ে দাবিয়ে রেখেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে সময়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে পাশের রাষ্ট্রে গিয়ে ষড়যন্ত্র করছে। ওই দিন তাকে পেলে মানুষ পাথর মেরে হত্যা করতো অথবা সুঁচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করতো তখন মৃত্যুর যন্ত্রণা কি তিনি বুঝতে পারতেন।

আওয়ামী লীগের শাসনামলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ আরো একশ বছরও ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ বই পুস্তকে ইতিহাস বিকৃত করেছে।

শনিবার সকালে কসবা উপজেলার তিনলাখপীর বাজার মাঠে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও কসবা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তৃতায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এসব কথা বলেন। সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান।

কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে সেলিম ভূইয়া আরো বলেন, অন্তবর্তী সরকারকে বিএনপি নিঃস্বার্থ সহযোগিতা করছে। তাদেরকে আহবান করব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে আরো ভাল হবে। কারন এখন নির্বাচনের পরিবেশ আছে। আওয়ামী লীগ নেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। নির্বাচন নিয়ে ছেলে খেলা চলবে না। আপনারা চেয়ারে বসে নরম মনে করে বসে থাকলে শক্ত কিভাবে করতে হয় তা আমরা জানি।

কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন এবং নুরে আলম ছিদ্দিকী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদক শামিমা ছিদ্দিকী, কসবা পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকলিল আজম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. কামাল উদ্দিন, বর্তমান আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু সম্মেলনে বক্তব্য প্রদান করেন। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে জানান জেলা বিএনপি নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ