বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসিফ নজরুলের রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন, গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা

আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ শাহজাদপুরে আইন মন্ত্রালয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল রাষ্টীয় সফরে শুক্রবার রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে পরিদর্শনে আসেন।

এসময় তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে দুর্ব্যবহার করেন। তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহীনিও স্থানীয় সংবাদকর্মীদের কাছারি বাড়িতে প্রবেশে বাধা প্রদান করেন এবং কোনো প্রকার ছবি ভিডিও তুলতে সম্পুর্ণ নিষেধ করেন।

বাংলাদেশ সচিবালয়ের এক বিজ্ঞতিতে জানা যায়, উপদেষ্টা ডা. আসিফ নজরুল শুক্রবার সিরাজগঞ্জে ১৪টি স্থানে রাষ্টীয় সফরে আসেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে তিনি শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে এলেও স্থানীয় কোনো গণমাধ্যমকর্মীর সাথে সফরের বিষয়ে কোনো বক্তব্য প্রদান করতে এবং ছবি তুলতে স্থানীয় প্রশাসন দিয়ে বাধার সৃষ্টি করেন। এরপর সেখানে তিনি প্রায় ঘন্টাখানেক পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহীনির গাড়িসহ সিরাজগঞ্জের উদ্যেশ্যে রওনা দেন।

অপরদিকে রবিন্দ্র কাছারির বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান জানান, অন্তবর্তী সরকারের সাংষ্কৃতি বিষয়ক মন্ত্রাণলয়ের উপদেষ্টা ডা. আসিফ নজরুল এর এটা রাষ্টীয় সফর ছিল এবং তা আমাকে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন থেকে অবগত করা হয়। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গণমাধ্যমকর্মীদের কাছারি বাড়ির প্রাঙণ থেকে বের করে দেয় যৌথবাহিনী।

এসময় গণমাধ্যমকর্মীরা জানান, আমরা ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে কাছাড়ি বাড়ি প্রবেশ করলে আমাদেরকে একরকম হেনস্তা করে আইনশৃঙ্খলা বাহিনী কাছাড়ি বাড়ি প্রাঙণ থেকে বের করে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

তাবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান সফরের বিষয়ে কোনো বক্তব্য দিয়ে রাজি হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ