
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি উড়োজাহাজ কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে, তবে প্রাণে বেঁচে গেছেন ওই বিমানে থাকা দুই বৈমানিক। বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান।
উড্ডয়নের পরপরই ওই বিমানে আগুন লেগে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীর ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। তিনি বলেন, “বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নিরপদে নেমে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পরেনি।