শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মান ও মেরামত কারখানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির উপর নির্মান করা হবে দেশের প্রথম আন্তর্জাতিক মানের টেকসই জাহাজ নির্মান ও মেরামত কারখানা। ইতোমধ্যে রাবনাবাদ চ্যানেল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। এটি নির্মাণ হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, একইসাথে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে । ২০২৩ থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার দুপুরে পায়রাবন্দর সংলগ্ন মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় প্রকল্প স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা। এসময় তিনি জানান, মধুপুর ও ক্যারেলা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নাই। তাই এইখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মাণ হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপ সহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেররাত করা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *