
মোহাম্মদ রাসেল মিয়া, কসবা প্রতিনিধি: কসবা উপজেলার পৌরসভা আড়াইবাড়ী কদমতলী মোড় বাজারের আহবায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কদমতলী বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা সহ তাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান সেই সাথে ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বাজারের পরিবেশ ঠিক রাখা উদ্দেশ্যে বাজার আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে আড়াইবাড়ী কদমতলী বাজারের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন কদমতলী ব্যবসায়ী সমিতি পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করেন কদমতলী বাজারের ব্যবসায়ীবৃন্দ।
উক্ত সভায় ব্যবসায়ীদের সর্বম্মতিক্রমে রফিকুল ইসলাম আহবায়ক, আজিজুর রহমান টুটল ও আবুল কালাম’কে যুগ্ম-আহবায়ক এবং ইমরান খানকে সদস্য সচিব করে ১২ সদস্য নির্বাচিত করা হয়েছে।
শনিবার বিকেলে কদমতলী বাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় উপদেষ্টা আরমান খান (বি,এম), বসির আহমেদ চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা পৌরসভা মেয়র এম জি হাক্কানী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদুর রহমান মানিক, ৪নং ওয়ার্ড কসবা পৌরসভার কাউন্সিল নূরুল ইসলাম, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, কসবা উপজেলা তাতীঁলীগের আব্দুল আওয়াল, পৌরসভা তাতীঁলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আবির মোহাম্মদ সোহাগ প্রমুখ। উক্ত পরিচিত সভা দোয়া অনুষ্ঠানে কদমতলী বাজারের সকল ব্যবসায়ী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।