আলমগীর হোসেন, কেশবপুর(যশোর) : কেশবপুরে সাতার না জানায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে চাচাতো মামার বিয়েতে এসে পুকুরের পানিতে ডুবে সাকিল হোসেন (৮) ও মালিহা খাতুন(৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে। এই গ্রামের ওমির দপ্তরির ছেলে মজিবর দপ্তরির দুই মেয়ে মুক্তা ও পিংকি। বড় মেয়ে মুক্তার মেয়ে মাহিলা খাতুন। শিশুটির বাবা কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের মামুন হোসেন।
মজিবরের ছোট মেয়ে পিংকির ছেলে সাকিল হোসেন। সাকিলের পিতা সাতক্ষীরা সদর থানার সোহাগ হোসেন। মৃতরা সম্পর্কে আপন খালাতো ভাইবোন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।