
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহফুজার রহমান রাশেদ কর্তৃক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আপন খালার সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার বেলা ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তার খালা ভুক্তভোগী মাসুদা বেগম।
মাসুদা বেগম শহরের মাস্টার পাড়ার ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিয়ার রহমানের মেয়ে। অভিযুক্ত মাহফুজার রহমান রাশেদের বাড়ি মুন্সিপাড়ায়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদা বেগম জানান, গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জায়গায় তারা দীর্ঘ ২৮ বছর ধরে বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবত তার ছোট ভাই শফিউল আজম পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা ওই দেশের নাগরিকত্বও গ্রহণ করেছেন।
মাসুদা বেগম বলেন, এ অবস্থায় আমি ভ‚মিহীন হিসেবে জায়গাটি লিজ নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করি। কিন্তু গত ১৬ এপ্রিল আমার ভাগ্নে মাহফুজার রহমান রাশেদ লিজের আবেদনের বিষয়ে ভুল বুঝিয়ে সাদা কাগজে আমার স্বাক্ষর নেয়। পরে সেই স্বাক্ষর দিয়ে লিজ নেয়ার জন্য আমি যে আবেদন করেছিলাম সেটি বাতিলের জন্য আরেকটি আবেদনপত্র জেলা প্রশাসকের কাছে জমা দেয় রাশেদ। ভুক্তভোগী মাসুদা বেগম ভাগনের এমন প্রতারণার জন্য প্রশাসনের কাছে তার শাস্তি দাবি করেন।