মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিদ্যুৎ অফিসে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম: চট্টগ্রাম আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বদেশ-এর নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে সংবাদ প্রকাশের জেরে হুমকি দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার।

গত বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ডেকে নিয়ে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রতিবেদক মুন্না। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।

জিডির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর দৈনিক পূর্বদেশ-এর প্রথম পৃষ্ঠায় “বিদ্যুৎ বিভাগে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পর প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার, সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেনের মাধ্যমে প্রতিবেদককে তার অফিসে ডেকে পাঠান। সেখানে উপস্থিত হয়ে প্রতিবেদককে সংবাদ প্রকাশের জন্য অপমানজনক আচরণ করেন এবং ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্না বলেন, “একজন প্রধান প্রকৌশলীর মতো দায়িত্বশীল ব্যক্তি আমাকে ডেকে নিয়ে অপমান করতে পারেন না। যদি সংবাদে কোনো ভুল থাকে, তবে তা প্রতিবাদলিপির মাধ্যমে জানানোই নিয়ম। কিন্তু তা না করে পরিকল্পিতভাবে ২০ দিন পর ডেকে নিয়ে আমাকে অপমান করা এবং হুমকি দেওয়া বিদ্যুৎ বিভাগের মতো প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। আমি বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা, সচিব ও চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে একটি জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ