মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে বিআরডিসির বীজধানের চারা না গজানোর অভিযোগ কৃষকদের

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলায় বিনামূল্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক প্রদত্ত বীজ ধানের চারা না গজানোর অভিযোগ কৃষকদের।

গত সপ্তাহে উপজেলা কৃষি অফিস এসব বীজধান কৃষকদের মাঝে বিতরণ শুরু করেন। বিতরণকৃত বীজ ধান হচ্ছে এসএল ৮ এইচ ও উইন ৩০২। এই বীজ ধানগুলোর মধ্যে ইউন ৩০২ এর অঙ্করোদম চারা গজাচ্ছে না। এতে করে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

চাটখিল পৌর সভার ৭নং ওয়ার্ডের কৃষক মো: ফারুক হোসেন, ৬নং ওয়ার্ডের আবুল বাসার ও মাসুদ আলমসহ কৃষকরা অনেকেই অভিযোগ করে বলেন, সরকার কর্তৃক বিনামূল্যে দেওয়া বীজধানের মধ্যে উইন -৩০২ দীর্ঘ সময় ভিজিয়ে রাখার পরও চারা অঙ্কুরোদম হচ্ছে না। ফলে কৃষকদের মধ্যে অনেকেই হতাশার মধ্যে রয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: জুনায়েদ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা গত সপ্তাহ থেকে এই দুই ধরনের বীজধান বিতরণ শুরু করেছি। বিতরণ কাজ এখনও চলমান রয়েছে। মোট সাত হাজার ২৫০ জনের মধ্যে এই বীজধান বিতরণ করা হবে। বীজধান বিতরণকালে কৃষকদের সঠিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বীজের প্যাকেটের গায়ে নির্দেশনা রয়েছে। যারা সঠিকভাবে অঙ্করোদমের ব্যবস্থা করতে পেরেছে তাদের সমস্যা হয়নি। যাদের সমস্যা হয়েছে তাদেরকে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ