
ভবদিশ চন্দ্র, (নীলফামারী) জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় উপজেলা সামাজিক – সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীর, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব মিত্তঞ্জয় রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কর্মকার ও জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক অবিনাশ রায় প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম , সামাজিক- সম্প্রীতি রক্ষা ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, সব ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা এবং সন্ত্রাসবাদকে প্রতিহত করার মাধ্যমে কাজ করার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায উপজেলার সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
যায়যায়কাল/২২সেপ্টেম্বর২০২২/কেএম