বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে দূবৃর্ত্তদের হামলায় জেলা সেচ্ছাসেবক লীগ নেতা আহত

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: দূবৃর্ত্তদের হামলায় জয়পুরহাটে জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। শনিবার (৬ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে শহরের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় একটি ছাত্রাবাসে সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল পড়াশোনা করেন। রাত ১২ টার দিকে হেলমেট পরিহিত অজ্ঞাত এক ব্যাক্তি রাসেলকে খোঁক করে ও রাসেল কে ছাত্রাবাসের বাহিরে আসতে বলে।

এসময় রাসেল ছাত্রাবাসের বাহিরে আসলে ৫-৭ জনের একটি দূবর্ৃত্তর গ্রুপ লোহার রড দিয়ে এলোপাতারি মারধর করে তাকে ফেলে রেখে চলে যায়। ছাত্রাবাসের অনন্য ছাত্ররা  তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহান বলেন, খবর পেয়ে রাতেই ওই ছাত্রাবাস এলাকায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদশর্ন করেছি । এখন পর্যন্ত লিখিত অভিযোগ বা মামলা আসেনি, লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।

যায়যায়কাল/৭আগস্ট২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *