
নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার দুধাইল এলাকায় সারোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুজন ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত সুজন ইসলাম কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের মৃত সোবহানের ছেলে। মঙ্গলবার (১৮অক্টোবর) রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য জানান।
র্যাব জানান, ২০২০ সালের ১৯ জুন কালাই উপজেলার দুধাইল এলাকার ওসমান আলীর ছেলে সারোয়ার হোসেন বাসা থেকে বের হয়ে যায়। এরপর দুইদিন ধরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ২১ জুন একই এলাকার একটি জমির পাশে সারোয়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলেও কালাই থানা পুলিশ মামলার কোনো সুরাহা করতে পারেনি। পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানান, পরে এই মামলার সিআইডির তদন্তে অভিযুক্ত সুজন ইসলামের নাম উঠে আসে। সুজন এই মামলার অন্যতম অভিযুক্ত এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর ক্লুলেস এই হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সুজনের অবস্থান শনাক্ত করে র্যাব। মঙ্গলবার বিকেলে কালাই উপজেলার বেয়ালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে জয়পুরহাট সিআইডির কাছে জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।