বুধবার, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে আদালতের কাঠগড়ায় আত্মহত্যার চেষ্টা

মো. মাহিন খান, ঝালকাঠি: ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে রোববার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

যৌতুক নির্যাতনের মামলার বাদী নুসরাত জাহান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় আদালতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের নলছিটি শাখায় মামলার জামিন শুনানিতে হাজির ছিলেন উভয় পক্ষ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি আল আমিন হাওলাদারের সামনে বাদী স্ত্রী নুসরাত জাহান হঠাৎ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে সঙ্গে সঙ্গে কোর্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসেন আকন খোকন জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া গ্রামের বাসিন্দা নুসরাত জাহান চলতি বছরের ১৭ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আল আমিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি কারাগারে আছেন।

আইনজীবীর ভাষ্যমতে, মামলার পর স্বামী আল আমিন স্ত্রীকে স্বীকার করতে অস্বীকৃতি জানান, যা নুসরাতকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এই মানসিক চাপ থেকেই স্বামীর জামিন শুনানির দিনে এমন চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর নুসরাত জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ