নিজস্ব প্রতিবেদক : টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক আজ (১৮ জুলাই) সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব-মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠিত হয়।
সুস্থ সংস্কৃতি বিকাশে ২৩তম অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় প্রথম পর্বের আলোচনা সভা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সুহৃদ জাহাঙ্গীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, মনোয়ার হোসেন পাঠান (সভাপতি, টেলিপ্যাব), রাজু আলম (সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি), মো. লোকমান হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল), কে এম এ আল ফাহাদ-বিন-সাগীর (ব্যারিষ্টার-এট-ল, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট)।
প্রধান অতিথির হাত থেকে পুরস্কারপ্রাপ্তরা পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন, কাদের মনসুর (টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব, কেন্দ্রীয় কমিটি)।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ২৩তম মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত শীর্ষক আলোচনা সভা ও ট্র্যাব-মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩।
সঞ্চালনায় ছিলেন, টিমুনা খান রীনো এবং তানিয়া আফরিন।