
চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): “তারুণ্যের অংশগ্রহণ, দুর্গম পাহাড়ে খেলাধুলার মনোন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে গ্রীষ্মকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা নির্মিত মিনি স্টেডিয়ামের থানচি উপজেলা যুব ত্রীড়া পরিষদের আয়োজনে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে পাহাড়ি বাঙালির বিভিন্ন জাতিগোষ্ঠীর ১২টি টিম অংশগ্রহণ করেছেন।
এদিকে থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শারীরিক সুস্থতা, মানসিকতার পরিবর্তন ও শিক্ষা বিকাশ আর পড়াশোনা পাশাপাশি যুব সমাজের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যুব ক্রীড়া পরিষদ সংগঠনে মাধ্যমে এই প্রথম থানচিতে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র ক্রিকেট না, সিজন ভিত্তিক বিভিন্ন সময়ের ধাপে ধাপে খেলার আয়োজন করা হবে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যুব সমাজ যেন ক্রীড়ামুখী হয়ে দেশের জাতীয় পর্যায়ে এখানকার স্থানীয় কৃতিসন্তানরা যেন খেলতে পারে।
তারা আরো জানান, যুব ক্রীড়া পরিষদের শুভযাত্রার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মধ্যদিয়ে পাহাড়ে দুর্গম এলাকায় তারুণ্যের অংশগ্রহণে মানসিক বিকাশ এবং পড়াশোনা পাশাপাশি খেলামুখী হচ্ছে। সেখানে তারুণ্যের যেন এক স্বপ্নময় অভিজ্ঞতার জায়গা হয়ে উঠবে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে গ্রামীণ তারুণ্যের বিভিন্ন ধরনের খেলাধুলার মান উন্নয়নসহ মাদকাসক্ত ও অতিরিক্ত মোবাইলের অপব্যবহার রুখতে কর্মসূচির হাতে নিয়ে বিভিন্নভাবে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ১২টি টিম নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে ফাইনাল খেলায় ডেঞ্জার ইলেভেন সাথে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব অনুষ্ঠিত হয়েছে। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী ডেঞ্জার ইলেভেন দলের ১৬৮ রানের টার্গেট দিলে ৬১ রানের চ্যাম্পিয়ন জিতেছে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের তারেক, ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের রুবেল হোসেন, সর্বোচ্চ রান সংগ্রাহক ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের রিয়াজ উদ্দিন, সর্বোচ্চ উইকেট শিকারী হালিরাম পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাবের মথি ত্রিপুরা। তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের আহবায়ক মংসিংউ মারমা, সদস্য সচিব অনিল ত্রিপুরা প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন গ্রামের সচেতনমহল, ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ ও থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।