
মো. হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আজ অনুষ্ঠিত হলো ভূমি মেলা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মনজুর আলম।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানস্থলটি মনোরম সাজসজ্জায় সজ্জিত ছিল এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মনজুর আলম বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি মেলা তারই একটি অংশ, যেখানে সাধারণ মানুষ তাদের ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য সহজেই পেতে পারেন।”
মেলায় ভূমি অফিসের ডিজিটাল সেবা, নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হয়। এছাড়াও মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও তার সমাধান সম্পর্কে সচেতন করা হয়।