আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে নাগেশ্বরীর মুক্তিযোদ্ধা অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে নাগেশ্বরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, সাংগঠনিক সম্পাদক তানিজমুল ইসলাম কিরণ, যুবদলের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নূর জামাল হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করেছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া–মহল্লায় বিরাজমান, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। কুমিল্লার মোড়ে মোড়ে নেতাকর্মীদের অবস্থান রয়েছে। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই।