বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীর রায়গঞ্জে আজানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়া গ্রামে ঘটে হৃদয়বিদারক ঘটনাটি। মো. সাহেব আলী (৬৫) রায়গঞ্জের বাসিন্দা।

তিনি রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন। তিনি আজানরত অবস্থায় ইন্তেকাল করেছেন।

শুক্রবার এশার আজান দেওয়ার সময় সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন। তিনি আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু সেই সময় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে আজকের এ আজান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন।

মো. সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তের নামাজ পড়াতেন।

তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ ও আশপাশের গ্রামের মানুষ তাকে একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে।

অনেকে বলছেন, তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মীয় কাজে ব্যয় করেছেন এবং আযানরত অবস্থায় তার মৃত্যু এক প্রকার সম্মানের মৃত্যু।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *