কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো: ক্রাফট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল গ্রামার স্কুলে। চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লক ক্যাম্পাসে বুধবার সকাল ১০টায় এ আয়োজন করা হয়। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফুড ফেস্টিভ্যাল।
পড়াশোনার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর এ ব্লকে অবস্থিত স্কুলটিতে বছরব্যাপী থাকে নানান কার্যক্রম।
সৃজনশীল কাজের অংশ হিসেবে হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলে উন্মুক্তভাবে এই ক্রাফট প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ন্যাশনাল গ্রামার স্কুল ছাড়াও নগরীর বিভিন্ন স্কুলের নার্সারী থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
পাঠ্য বইয়ের পাঠদান ছাড়াও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে দূরে রাখতে ও প্রতিভা বিকাশে নানান সৃজনশীলতায় সব সময় কাজ করে ন্যাশনাল গ্রামার স্কুল। পড়াশোনার পাশাপাশি সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, ক্রাফট, ফুড ফেস্টিভ্যাল, স্পেলিং বি, ইংরেজিতে কথোপকথন রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সময় নানান সৃজনশীল বিষয়ের আয়োজন করে থাকে স্কুলটি।
বছরজুড়েই বিদ্যালয়টিতে থাকে এসব সৃজনশীল কার্যক্রম। ক্রাফট প্রতিযোগিতাকালে স্কুলের শিক্ষক আকাশ মাহমুদ, শিক্ষিকা ফারজানা আক্তার, ফাহমিদা ইয়াছমিন, রাহাত আরা তিশা, নুসরাত জাহান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।