
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়ার বিরূদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ভুক্তভোগী জনতা ।
রোববার দুপুরে বড় আলমপুর ইউনিয়ন পরিষদ চত্তর পত্মীচড়া বাজারে সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয় ।
মানবন্ধনকারীরা বলেন, চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়া নির্বাচিত হওয়ার পর বিগত সময়ের সাবেক স্পিকারের প্রভাব খাটিয়ে প্রায় ৫ শতাধিক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে চেয়ারম্যানের নিজ আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্তকরণসহ জন্ম নিবন্ধন, বয়স্ক-বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতার নামে অর্থ গ্রহণসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আৎসাত্মের অভিযোগ করেন।
এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শিমুল মিয়া, তাহাজুল ইসলাম, আবু তাহের মিয়া, হারুন মিয়া, আশরাফুল ইসলাম ও শাহিন মিয়া। সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম,মরিয়ম বেগম , ভুক্তভোগী রেজাউল মিয়া ,খুশি মিয়া ,শরিফুল ইসলাম প্রমুখ। মানবন্ধনে প্রায় সহস্রাধিক ভুক্তভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা চেয়াম্যানের কক্ষসহ ৩টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।