রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চেয়ারম্যানের অফিস কক্ষে তালা

পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়ার বিরূদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ভুক্তভোগী জনতা ।

রোববার দুপুরে বড় আলমপুর ইউনিয়ন পরিষদ চত্তর পত্মীচড়া বাজারে সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্টিত হয় ।

মানবন্ধনকারীরা বলেন, চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম মিয়া নির্বাচিত হওয়ার পর বিগত সময়ের সাবেক স্পিকারের প্রভাব খাটিয়ে প্রায় ৫ শতাধিক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উপকারভোগীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে চেয়ারম্যানের নিজ আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্তকরণসহ জন্ম নিবন্ধন, বয়স্ক-বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতার নামে অর্থ গ্রহণসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আৎসাত্মের অভিযোগ করেন।

এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শিমুল মিয়া, তাহাজুল ইসলাম, আবু তাহের মিয়া, হারুন মিয়া, আশরাফুল ইসলাম ও শাহিন মিয়া। সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম,মরিয়ম বেগম , ভুক্তভোগী রেজাউল মিয়া ,খুশি মিয়া ,শরিফুল ইসলাম প্রমুখ। মানবন্ধনে প্রায় সহস্রাধিক ভুক্তভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা চেয়াম্যানের কক্ষসহ ৩টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ