শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাসায় কয়েল থেকে আগুন: দগ্ধ ৬ জনের ৫ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় মশার কয়েল থেকে আগুনে দগ্ধ আরেক জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার মারা যান পরিবারটির গৃহকর্ত্রী সেলিনা বেগম (৩৫)। শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ হওয়া ছয়জনের ৫ জনই মারা গেলেন।

সবশেষ বৃহস্পতিবার মারা যান গৃহকর্তা ৪২ বছর বয়সী বাবুল। এর আগে মঙ্গলবার তার নয় বছর বয়সী মেয়ে তাসলিমা, দুই ছেলে মো. সোহেল (২০) ও ইসমাইল (১১) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷

বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তাসলিমার ৬৩ শতাংশ, সোহেলের ৭০ শতাংশ এবং ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এখন শরীরে ২০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন সোহেলের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি (১৮)।

গত ২৫ অক্টোবর রাত ১১টার দিকে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার ভাড়া বাসায় মশার কয়েল ধরানোর সময় আগুনে দগ্ধ হয় শ্রমিক পরিবারটির ছয়জন। এরপর গত এক সপ্তায় একে একে পাঁচজনের মৃত্যু হলো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *