শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

বৃষ্টি নেই, পীরগঞ্জে দুশ্চিন্তায় আমন চাষিরা

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): বৃষ্টি নিয়ে দুশ্চিন্তায় আমন চাষিরা। অনেক দিন থেকে বৃষ্টি না হওযায় ধানের জমি ফেটে যাচ্ছে পানির অভাবে। এ কারণে ধান চাষ করে বিপাকে পরেছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৃষকেরা। এ আবহাওয়ায় জমিতে সম্পূরক সেচ দিতে পরার্মশ দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ ।

পীরগঞ্জের কুমার গ্রামের কৃষক ফজলু হক বলেন ,আমন ধান রোপণ করার পর থেকে তেমন বৃষ্টির দেখা মিলছে না । পীরগঞ্জে কিছুদিন থেকে বৃষ্টি নেই। খুব বিপদের মধ্যে আছি ।

একই গ্রামের কৃষক সাইদুর জানান, ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। প্রচুর ঘাস গজিয়েছে। ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে । অনেকে বেশি পয়সা ব্যয় করে সেচ দিচ্ছেন ।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এবার পীরগঞ্জে ২৫ হাজার ৬০০ হেক্টর জমিতে চলতি রোপা আমন ধান চাষ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু চাষ হয়েছে ২৫ হাজার ৫০০ হেক্টর জমি। যার মধ্যে বেশি ভাগ জমিতে ধান চাষ হয়েছে স্বর্ণা জাত। এছাড়া রয়েছে ব্রি-৪৯ জাত।

তবে কৃষকরা বলছেন, এবার ধান গাছ যেভাবে বেড়ে উঠেছিল, তাতে উৎপাদন বেশি হত। কিন্তু বৃষ্টির অভাবে ধান গাছ ঝিমিয়ে পড়েছে। এতে উৎপাদন কমে যাবে ।

উপজেলার হিজলগাড়ী গ্রামের কৃষক দেলদার রহমানের সাথে দেখা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেড় বিঘা জমি তৈরি, রোপণ, আগাছা পরিষ্কার, একদফা সার-কীটনাশক দিয়েছেন। আশা ছিল বিঘায় ১৮ থেকে ২০ মণ ধান পাবেন। কিন্তু পানির অভাবে গাছগুলো থমকে গেছে। জমির মাটি ফেটে যাচ্ছে। এবার অগভীর নলকূপ (শ্যালো মেশিন) দিয়ে পানি দিতে হচ্ছে ।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, পীরগঞ্জে এসময় বৃষ্টি না থাকায় আমরা কৃষকদের সম্পূরক সেচ দিতে উৎসাহিত করছি।তবে সেচ দিতে কৃষকের খরছ বেশি হচ্ছে। তারা আশাবাদি বৃষ্টি হলে সব সমস্যা সমাধান হবে। উঁচু জমিতে যারা ধান চাষ করছেন তাদের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা দিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ