বুধবার, ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে অতিরিক্ত মহাপরিচালকের মতবিনিময় সভা

মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ৪ টায় হাসপাতালের শহীদ ডাক্তার মিলন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামানের সভাপতিত্ব উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, হাসপাতালের পরিবেশের ঠিক করতে হবে। রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালে অতি দ্রুত আইসিইউ ও সিসিইউ সংযোজন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা হাসপাতালের চিকিৎসার মান আরও ভাল করতে হবে। রোগীদের সুবিধার্থে হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। রোগীদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। সবাই যার যার নৈতিক দায়িত্ব থেকে কাজ গুলো করতে হবে৷

উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও, কনসালটেন্টবৃন্দ, আরএমও, আইসিটি ও কোভিড ফোকাল পার্সন এবং হাসপাতাল প্রশাসনের নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ