রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মালদ্বীপে আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহ্ জালাল শিকদার, মালদ্বীপ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে মুজিবনগর দিবস উপলক্ষে মালদ্বীপে আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের (স্কাইফল লাউঞ্জ) একটি অভিজাত রেস্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মালদ্বীপে এমাসের শনিবার প্রবাসী মো. শামীম মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এক শোক প্রস্তাবে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মালদ্বীপ ‌আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. দুলাল মাতবরের সভাপতিত্বে ও সংগঠনটির যুগ্ম-সম্পাদক নুরে আলম রিন্টুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার আ্যাডমিরাল এস এম শেখ আবদুল কালাম আজাদ ও দূতাবাসের তৃতীয় সচিব মো. মিজানুর রহমানসহ অত্র দুতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, মালদ্বীপ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভিও কনস্ট্রাকশনের চেয়ারম্যান মো. দুলাল হোসেন। এসময় মালদ্বীপ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ফোর এল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালকসহ বিশিষ্ট ব্যবসায়ীক, রাজনীতিবিদ, পেশাজীবী, চিকিৎসক, সাধারণ প্রবাসী ও স্থানীয় প্রবাসী সাংবাদিকদের অংশগ্রহণসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

যায়যায়কাল/১৯এপ্রিল২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ