রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যে মেলায় নারীরা প্রবেশ করলেও পুরুষরা প্রবেশ নিষিদ্ধ

সামিউল আলীম, বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলার পরদিন বৃহস্পতিবার একই উপজেলার মহিষাবানে বসেছে বউমেলা। সন্তানসহ স্বামী-স্ত্রী বাড়ি থেকে বের হলেন মেলার উদ্দেশ্যে, মেলায়  গিয়ে অবলিলায় ভিতরে প্রবেশ করলেন স্ত্রী, তবে স্বামী আর ভিতরে ঢুকতে পারলেন না,তাইতো সন্তানকে কোলে নিয়ে বাহিরেই তাকে করতে হচ্ছে অপেক্ষা ।
এখানে নারীরা তাদের ইচ্ছেমতো চুড়ি,ফিতা,দুল,ক্লিপ সহ সংসারের প্রয়োজনীয় তৈজসপত্র  কিনেন। নারীকে কেন্দ্র করেই এই মেলার নাম বউ মেলা যেখানে ঢুকতে পারেন না জামাইয়েরা।তারপরও কিছু পুরুষ মানুষ দোকানে বসেন তবে নারী দোকানদারদের সংখ্যাই বেশি।
 প্রায় তিন দশক ধরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এ বউ মেলা।পরিবারের বিভিন্ন বয়সী নারী সদস্যরা একসাথে মেলায় এসে তাদের পছন্দের জিনিস কিনছেন। এলাকার বাইরে থেকেও এসেছেন অনেকেই, পছন্দের জিনিস কিনে হাসিমুখে ফিরছেন বাড়ি।
 নারী বিক্রেতারা বলেন কয়েক বছর ধরেই এই মেলায় তারা ব্যবসা করে আসছেন।  শুরুর দিকে ব্যবসা বেশ ভালো হলেও এখন মেলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমে গিয়েছে বিক্রি।
বউ মেলা আয়োজক শামীম আহমেদ রিমন বলেন, পোড়াদহ  মেলায় নারীরা স্বতফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতো না বলেই বউ মেলার প্রচলন শুরু হয়।বিবাহিত নারীরা স্বামীর সাথে মেলায় আসেন তবে তাদেরকে বাহিড়ে রেখে মেলায় প্রবেশ করেন স্ত্রীরা। পুরুষবিহীন এ মেলাতে নারীরা স্বাচ্ছন্দ্যে মত  ঘুরাফেরা করেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *