মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার,অর্থনীতি বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ”স্টোরি বিহাইন্ড ২০২৪ নোবেল প্রাইজ ইন ইকোনোমিক্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ অবস্থিত উদয়ন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার এর প্রসিডেন্ট সাকিব আল হাসানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন কুমার, চেয়ারম্যান অর্থনীতি বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুদ্দিন সরকার, মডারেটর ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার। এছাড়াও সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারটির প্রধান অতিথি বিজন কুমার বলেন, ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের এ ধরনের আয়োজন আমাদের ছাত্রদের মধ্যে নতুন করে সম্ভবনার সঞ্চার করবে।এছাড়া তিনি আরো বলেন,একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীবৃন্দ দক্ষ মানবসম্পদ রুপে গড়ে উঠবে।এ সময় তিনি ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি মো. শামসুদ্দিন সরকার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার উপর ভিত্তি করে দেশসমুহের উন্নয়ন নিয়ে তিনি আলোচনা করেন। তিনি তার বক্তব্যে বলেন,কেবল অন্তর্ভুক্তিমুলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কারনে পৃথিবীর অনেক অনুন্নত দেশ উন্নত হয়েছে।

মুখ্য আলোচক নজরুল ইসলাম নির্ধারিত বিষয়ের প্রতি দীর্ঘসময় আলোকপাত করেন। ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের উল্লেখযোগ্য রিসার্চসমুহ নিয়ে আলোচনা করেন।আলোচনায় তিনি উল্লেখ করেন দেশের প্রতিষ্ঠানসমুহকে অন্তর্ভুক্তিমুলক করতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব।

শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশে শাহাদাৎ হোসেন বলেন, আয়োজনটি দারুণ ছিলো। সমসাময়িক বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক বাস্তবতার আঙ্গিকে অর্থনীতিতে নোবেল পুরস্কার কিভাবে প্রাসঙ্গিক। কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন যৌক্তিক অর্থনৈতিক তথা যাবতীয় উন্নয়নে ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে একটি ধারণা পাওয়া গেছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা পরবর্তী আয়োজনের জন্য অপেক্ষা করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ