শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সাইদুল ইসলাম আবির, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গরিব ও অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার দিনব্যাপী রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা বহুমুখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (বুরুজ) মাঠ চত্বরে বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনাবাহিনীর ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বুধবার সকাল ৯টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। দিনব্যাপী এই এই মেডিকেল ক্যাম্প চলবে।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে সিএমএইচ বগুড়া ও ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর কর্নেল শরিফ মোহাম্মদ রেজাউল মাসুদ, এফসিপিএস, লেফট্যানেন্ট কর্নেল এ কে এম রাশেদ-উল -হাসান, এফসিপিএস, লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ এনামুল হক, এফসিপিএস ডিডিভি, লেফট্যানেন্ট কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার, এমসিপিএস, ডিএফএম, লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ রাসেল, এমএস সহ মেডিসিন, সার্জারি, নাক কান ও গলা, চর্ম, চক্ষু, শিশু, স্ত্রী ও ধাত্রী বিদ্যা, ডেন্টাল সার্জন এ সেবা প্রদান করেন। দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ১৬ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ ছাড়াও চিকিৎসকের পরামর্শে বিভিন্ন প্রকার অস্ত্র পাচার, ইসিজি, এক্সরে, রক্তসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরাসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা গ্রামের বাসিন্দা ১০৮ বছরের বৃদ্ধা তারা বিবি বলেন, ‘আমরা গরিব মানুষ অসুক বিসুকে হাসপাতালে যাইতে পারি না। আজকে আমাদের গ্রামে সেনা বাহিনীরা এসে ওষুদ দিতাছে, টাকা নেয় না। আমার বুকে বেদনা, ওয়াস ছারতে কষ্ট অয়। আমারে দেখে ওষুদ দিছে। তাদের ওছিলায় আমি ভালো হয়ে দোয়া করুম। আল্লায় সেনা বাহিনীদের ভালো রাখবো।’

একই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম (৪৮) ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী সজিব জানান দীর্ঘদিন ধরে তাদের পায়ে ও হাতে টিউমার হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে উন্নত মানের চিকিৎসাসেবা নিতে পারি নাই। আজ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পের মাধ্যমে একজন চিকিৎসককে দেখিয়ে তার দেওয়া পরামর্শে বিনামূল্যে অপারেশন করে দিলেন। এজন্য আমরা খুশি।

ক্ষীরতলা বহুমুখী নি্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, উদ্যোগটি খুবই ভালো, মানবিক উদ্যোগ। আমাদের দেশে এমনও মানুষ আছে, যারা টাকার জন্য ছানি অপারেশন করতে পারেন না। চিকিৎসকের ভিজিটের জন্য ডাক্তারের কাছে যান না, সেসব মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটি উদ্যোগ। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এই উদ্যোগ সবসময় হওয়া উচিত।

প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবা মূলক কর্মকাণ্ড অব্যহত থাকবে বলে জানান মেডিকেল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ