কাজল দাস, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের (ভূইয়াগাঁতী- রঘুনাথপুর) জোড়া বিজ্রের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নান উল্লাপাড়া উপজেলার চড়িয়াশিকা এলাকার আব্দুর রহমান (টুনু) সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বোনের বাড়ি রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে। সেখানে তার ভাগনের ছেলে (নাতি) গত বুধবার মারা যায়। সেখানে আসতেই এ মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন পূর্বক মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে (রিপোর্ট পাঠানো পর্যন্ত) মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে বলে তথ্য দেন তিনি।