
বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি): রাঙ্গামাটির লংগদুতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক সুফলভোগীদর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা হর্টিকালচার কর্মকর্তার কার্যালয়ে লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খানের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক সুফলভোগীদের নিয়ে দুই দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
প্রশিক্ষণে সর্বমোট ২০ জন আগ্রহী মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বাংলাদেশের মৎস্য খাতে একটি যুগান্তকারী পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই পদ্ধতি শুধু উৎপাদন বৃদ্ধি করে না, বরং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। সঠিক প্রজাতি নির্বাচন, পুকুর প্রস্তুতি, খাদ্য ব্যবস্থাপনা, এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে একজন চাষী সফলভাবে মিশ্র চাষ পরিচালনা করতে পারেন। তবে এই খাতে সাফল্য অর্জনের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।