
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত।
শুক্রবার ২০ অক্টোবর সন্ধ্যা জেলা আওয়ামী কার্যালয়ে জেলা কৃষকলীগের আয়োজনে জেলা কৃষকলীগের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ্ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
সদস্য সচিব মিজানুর রহমান মিজান ভূঁইয়া সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর থানা কৃষকলীগের ১ম যুগ্ম আহবায়ক মামুন পাটওয়ারী, পৌর কৃষক লীগের আহবায়ক রাজু আহম্মেদ প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে ও স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রত্যয়ে জেলা-উপজেলা কৃষক লীগকে আরো সক্রিয় করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ভাবে পরিচালনার আহবান জানিয়ে সভায় বক্তারা বলেন, কৃষক লীগ একটা সুসংগঠিত দল। যে দলের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের কৃষিকে কৃষক লীগের নেতাকর্মীরাই সেবা দিতে পারে।এজন্য কৃষকলীগের নবগঠিত কার্যকরী কমিটিকে আরও গতিশীল হতে হবে।