রবিবার, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে নুরনবী হত্যার ঘটনায় ৪ আসামি কারাগারে 

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিরোধীয় জমি থেকে সুপারি পাড়ার প্রতিবাদ করায় নুরনবী বকুল পাটওয়ারী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুর রহমান বাবুল (৫০), তার ছেলে জিহাদ হোসেন (২১) এবং মো. আবদুল্লাহ (২৪), তার ভাই মো. হামিদ (২০)। তারা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের আলী রাজা পাটওয়ারী বাড়ির বাসিন্দা। 

অভিযুক্ত বাবুলকে শুক্রবার (৬ অক্টোবর) রাতে রায়পুর উপজেলার রাখালিয়া এলাকা থেকে র‌্যাব-১১ সদস্যরা গ্রেপ্তার করেন। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য তিন আসামি জিহাদ, আবদুল্লাহ ও হামিদকে একইদিন দুপুরে মহাদেবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। 

এজাহার সূত্র জানায়, নিহত নুরনবী মহাদেবপুর গ্রামের মৃত অজি উল্যা মাস্টারের ছেলে। তিনি পেশায় কৃষক। একসময় তিনি প্রবাসে ছিলেন। নুরনবী তাদের আলী রাজা পাটওয়ারী বাড়ির মসজিদ কমিটির সদস্য। মসজিদের ওয়াকফকৃত জমি আসামিরা বিভিন্নভাবে দখলের পাঁয়তার করে আসছে। এ জমির নারিকেল-সুপারি ও পুকুরের মাছ জোরপূর্বক নিয়ে যায় তারা। বিভিন্নসময় বাগানের মূল্যবান গাছও কেটে নিয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে আসামিপক্ষ ওই জমি থেকে তারা সুপারি পাড়ছিল। এতে বাধা দিলে নুরনবীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বকুলকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন বকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই নুরনবীর ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে এজাহারভূক্ত আসামি আবদুর রব (৫৫) ও জাফর আহম্মদ পলাশ (৫০) পলাতক রয়েছেন। 

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, নুরনবীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে আদালতে সৌপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *